/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনকে সামনে রেখেই শুরু হচ্ছে “সেবা পক্ষ”অভিযান। এর অংশ হিসেবে বুধবার মধ্যপ্রদেশে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন “সুস্থ নারী, শক্তিশালী পরিবার” নামে বিশেষ স্বাস্থ্য শিবিরের। এই কর্মসূচির আওতায় ৪ কোটিরও বেশি মহিলা বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধা পাবেন।
এই স্বাস্থ্য শিবিরে মহিলাদের জন্য থাকবে নানা সুবিধা। আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলির মাধ্যমে মহিলাদের চিকিৎসা, মানসিক স্বাস্থ্য পরামর্শ, অ্যানিমিয়া ও লাইফস্টাইলজনিত রোগের চিকিৎসা করা হবে। একইসঙ্গে থাকবে একাধিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা নিয়েও বার্তা দেন। তিনি বলেন, “এটা নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না। পরমাণু হামলার হুমকিতেও ভয় পায় না। ভারতীয় সেনারা ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করার ক্ষমতা রাখে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/17/l53520250916173653-2025-09-17-12-50-15.webp)
মোদী এদিন “অপারেশন সিঁদুর”-এর সাফল্যের কথাও স্মরণ করান। তাঁর বক্তব্যে উঠে আসে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার শক্তিশালী জবাবের কথা। তিনি দাবি করেন, সম্প্রতি পাকিস্তানেরই এক জইশ জঙ্গি ভারতীয় সেনার অভিযানের প্রভাবের কথা স্বীকার করেছে।
একই মঞ্চে প্রধানমন্ত্রী দেশের প্রথম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্ক (PM মিত্র পার্ক)-এর ভিত্তি প্রস্তরও স্থাপন করেন। পাশাপাশি “সুস্থ নারী, শক্তিশালী পরিবার”ও রাষ্ট্রীয় পোষণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে এবার মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি ও ক্ষমতায়নকেই প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us