/anm-bengali/media/media_files/WS4jW3dmBj7jjmfvq6mv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজস্থান সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমিরে তাঁর ৯ বছরের মেয়াদ পূর্তি উপলক্ষে একটি বিশাল জনসভা করেন। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ‘লুটপাটের ক্ষেত্রে কংগ্রেস কারও বিরুদ্ধে বৈষম্য করে না। কংগ্রেস দেশের প্রতিটি নাগরিক…দরিদ্র, শোষিত, উপজাতি, সংখ্যালঘু, নারী ও প্রতিবন্ধী সবাইকে সমানভাবে লুট পাট করে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও স্বীকার করেছিলেন দুর্নীতির কথা । ২০১৪ সাল অবধি কংগ্রেস সরকার রিমোট কন্ট্রোল দিয়ে চলত। কিন্তু আপনি ২০১৪ সালে আপনার একটি ভোট দিয়ে সবকিছু পাল্টে দিয়েছেন। সারা বিশ্ব এখন ভারতের উন্নয়নের কথা বলছে।‘ এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সারা দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। কংগ্রেস সরকারও সীমান্তে রাস্তা তৈরি করতে ভয় পেয়েছিল। প্রতিদিনই বড় বড় শহরে জঙ্গি হামলা হচ্ছে।‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'পাঁচ বছর আগে রাজস্থানের মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছিল। কিন্তু এর বিনিময়ে কী পেল রাজস্থান? অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা। এখানে বিধায়ক, মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা ৫ বছর ধরে নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত। কংগ্রেস রাজস্থানের মানুষকে নিয়ে চিন্তিত নয়। অপরাধ চরমে পৌঁছেছে। মানুষ শান্তিপূর্ণভাবে তাদের তিজ উৎসব উদযাপন করতে পারছে না। কখন এবং কোথায় দাঙ্গা হবে তার কোনও গ্যারান্টি নেই এবং কংগ্রেস সরকার সন্ত্রাসীদের প্রতি সদয়। কংগ্রেস সরকার সন্ত্রাসকে তুষ্ট করছে। কংগ্রেস তাদের মেয়েদের নিরাপত্তা ও স্বার্থ নিয়ে চিন্তিত নয়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us