BREAKING: ভারতের সেনা যখন মা ভারতীর জয় বলে তখন শত্রুদের বুক কাঁপে- গর্জে উঠলেন মোদী

কি বার্তা দিলেন মোদী?

author-image
Anusmita Bhattacharya
New Update
modiadam

নিজস্ব সংবাদদাতা: আদমপুর বিমানঘাঁটিতে বায়ুসেনার সৈন্যদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী। দিলেন বড় বার্তা। প্রধানমন্ত্রী বলেন, "প্রত্যেক ভারতীয়র মাথা আপনারা উঁচু করেছেন। দেশের সব নাগরিকের আওয়াজ দেশের আওয়াজ। ভারতের সেনা যখন মা ভারতীর জয় বলে তখন শত্রুদের বুক কাঁপে। অপারেশন সিঁদুর কোনও সাধারণ অভিযান নয়, এই অভিযান ভারতের নির্ণায়ক শক্তির পরিচয়"।

Modi