BREAKING: ২ দিনের গুজরাট সফরে আজ ভুজে পৌঁছালেন নরেন্দ্র মোদি ! কিছুক্ষনেই শুরু হবে মেগা রোড শো

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : নিজের ২দিনের গুজরাট সফরে আজ গুজরাটের ভুজে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করার জন্য আজ ভুজে একটি মেগা রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যথেষ্ট উচ্ছসিত ভুজের সমস্ত সাধারণ মানুষ। প্রধামন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার চারিদিকে ভিড় উপচে পড়ছে। আর কিছুক্ষনেই শুরু হবে প্রধানমন্ত্রীর এই মেগা রোড শো। 

c