Breaking : বিদায়বেলা! শেষ বারের মতো ছবি তুললেন প্রধানমন্ত্রী মোদী

পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে প্রস্তুত সকল সাংসদ। আজ থেকে বিশেষ অধিবেশন বসছে নতুন সংসদ ভবনে। তার আগে বিদায়বেলায় ফটো সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
dew

নিজস্ব সংবাদদাতা : সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে আজই পাকাপাকিভাবে গৃহপ্রবেশ নতুন সংসদ ভবনে। নিউ ইনিংস শুরুর আগে পুরনো সংসদ ভবনে ফটো সেশনে মাতলেন সাংসদরা। কেন্দ্রে নরেন্দ্র মোদী। ছিলেন জগদীপ ধনখড়ও।  গণেশ চুতুর্থী থেকেই নতুন সংসদ ভবনে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। নজরে মহিলা সংরক্ষণ বিল। এদিন মহিলা সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে সরকার। পুরনো ভবন থেকে সংবিধানের কপি নিয়ে নতুন ভবনে যাবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুরে শুরু অধিবেশন। প্রথমে লোকসভা, তারপরে রাজ্যসভার অধিবেশন।