হাত মেলালেন মোদী-শি! এবার বদলাবে সীমান্তের কৌশল?

ব্রিকস সম্মেলনে একে অপরকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং।

New Update
ক্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একে অপরের সঙ্গে হাত মেলাতে এবং সংক্ষিপ্ত কথোপকথন করতে দেখা গেছে। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী ও চিনের প্রেসিডেন্টকে তাঁদের নির্ধারিত আসনে বসার আগে হাঁটতে ও আড্ডা দিতে দেখা যায়। ব্রিফিং শেষে দুই নেতাকে মঞ্চে হাত মেলাতে দেখা যায়।

২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো আয়োজিত জি-২০ নৈশভোজে প্রধানমন্ত্রী মোদী এবং শি জিনপিং কুশল বিনিময় করেছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখে চিনের পিপলস লিবারেশন আর্মি ও ভারতীয় বাহিনীর মধ্যে অচলাবস্থার পর এই প্রথম দুই নেতা একে অপরের সঙ্গে দেখা করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। গত তিন বছর ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনার কারণে সব স্তরের সম্পর্কের অবনতি হয়েছে। ২০২০ সাল থেকে পূর্ব লাদাখে চীনা আগ্রাসনের পর থেকে সীমান্ত সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষ এখন পর্যন্ত ১৯ দফা আলোচনা করেছে।