'বাংলার সরকার কাজ করতে দেয় না,' বিস্ফোরক অভিযোগ মোদীর

পশ্চিমবঙ্গ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার পঞ্চায়েত রাজ সম্মেলনে বক্তব্য পেশ করেন জেপি নাড্ডা (JP Nadda) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
SWETA MITRA
New Update
modi west .jpg

নিজস্ব সংবাদদাতাঃ তিনদিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এদিন পঞ্চায়েত রাজ সম্মেলনে বক্তব্য পেশ করলেন জেপি নাড্ডা (JP Nadda) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, 'আমরা সংসদে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি এবং সারা দেশে যারা নেতিবাচকতা ছড়াচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছি। বিরোধী দলের সদস্যরা মাঝপথেই সংসদ ত্যাগ করেন। সত্যিটা হল যে তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পেয়েছিল। বাংলায় পশ্চিমবঙ্গ সরকার কাজ করতে দেয় না।"