সকলকে গুরুদায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী মোদী

স্বাধীনতা দিবসের দিন বড় মন্তব্য করে শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সকলকে এক গুরুদায়িত্ব দিয়েছে তা নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
nitin modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)। আজ তিনি জানান, ‘উন্নয়নের ক্ষেত্রে ভারতকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আহ্বান জানিয়েছেন। আমরা সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এই মুহূর্তে আমরা পঞ্চম স্থানে রয়েছি এবং আমাদের তৃতীয় অবস্থানে যেতে হবে। সেজন্য আমরা কঠোর পরিশ্রম করব এবং সেইসঙ্গে গ্রাম, দরিদ্র, শ্রমিক ও কৃষকদের কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবো। দেশকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। এই অঙ্গীকারই আজ আমাদের সবার নেওয়া উচিৎ। এটি তার প্রকৃত অর্থে সবচেয়ে উপযুক্ত হবে।‘