/anm-bengali/media/media_files/2025/03/25/i789okm-408693.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তুলে দিল্লিতে চড়া সুর তুললো তৃণমূল। চলছে বাজেট পরবর্তী অধিবেশন। আর সেখানেই সরব তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত রাজ্য, সেই দাবিকে সামনে রেখেই এদিন সংসদে অধিবেশন শুরুর আগেই বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের সাংসদরা।
সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃণমূল। মকর দ্বারের সামনে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন সাংসদ জুন মালিয়া, সাগরিকা ঘোষ, সায়নী ঘোষ সহ অন্যান্য সাংসদরা।
/anm-bengali/media/media_files/2025/03/25/i789ojnn-648436.png)
এদিন বিক্ষোভের শুরুতেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “শিবরাজ সিং চৌহান বড়লোকদের দালাল। তিনি বড়লোকদের কথা ছাড়া আর কারোর কথা ভাবেন না। আমাদের রাজ্যের মানুষ কী দোষ করেছে? কেন সেখানকার গরীব মানুষ গুলো ১০০ দিনের কাজ করেও টাকা পাবে না। দিনের পর দিন প্রতিবাদ দেখিয়েও সেগুলো কানেই তুলছে না কেন্দ্র”।
এরপরই সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দৃঢ় ভাষায় বলেন, “প্রধানমন্ত্রী বলেন তিনি বাংলার কথা ভাবেন। তা একদম ভুল কথা। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা বিরোধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বাংলা বিরোধী। তাই বাংলার কথা কেউ ভাবেন না। বাংলার মানুষদের দুঃখ-দুর্দশা ঘুরেও দেখছে না কেন্দ্র”।
#WATCH | Over Central funds for West Bengal, TMC MP Kalyan Banerjee says, "We have been saying that Central funds due to West Bengal should be given to the state....Shivraj Chouhan (Union Agriculture Minister) is against the Bengali people. They have been trying to form a govt… pic.twitter.com/ZuY6HeBKQH
— ANI (@ANI) March 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us