/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের জন্য ঘোষণা করা হয়েছে ৫০ হাজার টাকা অনুদান।
/anm-bengali/media/post_attachments/thenewsminute/2025-05-24/m5umhef7/pm-393668.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
প্রধানমন্ত্রী মোদির দপ্তর (PMO) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “পিথোরাগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসনের সূত্র অনুযায়ী, দুর্ঘটনায় একাধিক মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার ও চিকিৎসার কাজ চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা ও পরিবারগুলিকে সবরকম সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
PM Narendra Modi expresses grief over the road accident in Pithoragarh, Uttarakhand and announces that an ex-gratia of Rs 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs 50,000. pic.twitter.com/d8mrsBIhRl
— ANI (@ANI) July 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us