হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানি — শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রত্যেক মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা।

author-image
Aniket
New Update
G2qu_SVWgAA_8iA

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বিলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)।

এক্স (Twitter)-এ পোস্ট করে জানানো হয়েছে, “বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে নিহতদের পরিবার এবং আহতদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর চিন্তা ও প্রার্থনা তাঁদের সঙ্গেই রয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেক মৃতের পরিজনকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।”

প্রধানমন্ত্রী মোদির এই বার্তায় বিলাসপুরের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা ও মানবিক সংহতির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।