/anm-bengali/media/media_files/gzNt5uzyipnN5nrKq8aV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের গোরেগাঁও অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী প্রত্যেকেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এই ভাবে রাতের অন্ধকারে জতুগৃহে পরিণত হওয়া কেউই মেনে নিতে পারছেন না। সেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে গোটা বহুতলই। প্রাণ হারিয়েছেন ৭ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫ জন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৩২ জন। ফলে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয় গোরেগাঁও-এর।
এমন অবস্থায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। গোরেগাঁও অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক মৃতের পরিবারকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ একই সাথে সমবেদনাও জানিয়েছেন তিনি।
Goregaon Fire | Prime Minister Narendra Modi announces an ex-gratia of Rs 2 Lakhs from PMNRF for the next of kin of each deceased and Rs 50,000 for the injured. #Mumbaipic.twitter.com/C4k85UAx7V
— ANI (@ANI) October 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us