ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা? তদন্তে এনআইএ

জঙ্গি হামলার তদন্তে এনআইএ। উপত্যকায় ব্যাপক তল্লাশি। আবার বড় কোো পরিকল্পনা রয়েছে হামলার?

author-image
Pallabi Sanyal
New Update
NIAAAAAA.jpg

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : উপত্যকায় চিরুণী তল্লাশি এনআইয়ের। পুঞ্চ জেলার মেনধার তহসিলের গুরসাই গ্রামের পাঁচটি স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে কি বাড়ছে জঙ্গি কার্যকলাপ? বড়সড় কোনো হামলার ছক? এনআইএ ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স (ওজিডব্লিউ) এর আবাসিক প্রাঙ্গণে তল্লাশি চালায় যেগুলি লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত। অপরাধমূলক ডেটা এবং বিষয়বস্তু সহ বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ষড়যন্ত্র উদঘাটনের জন্য জারি তল্লাশি। 

প্রসঙ্গত, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)  রাজৌরি জেলার ধানগরি গ্রামে লস্কর-ই-তৈবার (এলইটি) হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান চালায়, যে ঘটনায় পাঁচজন বেসামরিক লোক নিহত হয় এবং এই বছরের জানুয়ারিতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

 

hiren