‘আমরা ভোট-কাটা দল’, স্পষ্ট জানিয়ে দিলেন পিকে

'আমি রেকর্ডে বলছি যে জন সুরাজ একটি ভোট-কাটা দল'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
prashanta kishore editted.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। এরই মধ্যে নিজের দল নিয়ে কড়া জবাব দিলেন প্রশান্ত কিশোর। এদিন তিনি বলেন, "আরজেডি বলছিল যে বিজেপি জন সুরাজ ঠিক করেছে। এখন, বিজেপি বলছে যে কংগ্রেস জন সুরাজ ঠিক করেছে। সবাই বলছে যে জন সুরাজ একটি ভোট-কাটা দল। তাই আমি রেকর্ডে বলছি যে জন সুরাজ একটি ভোট-কাটা দল। এটি উভয়ের ভোট কেটে ফেলবে এবং তাদের নিশ্চিহ্ন করে দেবে"।

prashant kishorq2.jpg