অযোধ্যায় কেমন সুরক্ষা ব্যবস্থা? মাছি গলতে পারবে না, দাবি পুলিশের

নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে।

author-image
SWETA MITRA
New Update
ayodhyass.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দির (Ram Mandir)-কে ঘিরে তোড়জোড় চলছে চরমে। এদিকে ২২ জানুয়ারি রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠা'-কে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ খুললেন লখনউ জোনের এডিজি পীযূষ মোরদিয়া। তিনি বলেন, "পুলিশি ব্যবস্থা করা হয়েছে, আর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের স্বেচ্ছাসেবকদেরও এই কর্মসূচির জন্য নিযুক্ত করা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে আমি চম্পত রায়জির সঙ্গে বৈঠক করেছি। যেসব ভক্তকে 'প্রাণ প্রতিষ্ঠা'-এ আমন্ত্রণ জানানো হয়নি, তাঁদের ২৩ জানুয়ারির পর অযোধ্যায় দর্শনের জন্য যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।“