BREAKING: ভারতের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করেছেন মোদি ! প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করলেন পীযুষ গোয়েল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন পীযুষ গোয়েল।

author-image
Debjit Biswas
New Update
piyush goyall.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে এক বড় দাবি করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন,''এই চুক্তি সারা বিশ্বে ভারতের শক্তিশালী অবস্থানকেই তুলে ধরে। গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদি ভারতের অর্থনীতিকে বিশ্বের পাঁচটি ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের শীর্ষ পাঁচে নিয়ে এসেছেন। ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।"

piyush goyalq1.jpg

এরপর তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদি সারা বিশ্বের সঙ্গেই এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছেন এবং নিঃসন্দেহে তিনি আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা। এই মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সেই আস্থা ও বিশ্বাসের প্রতিফলন, যা মোদিজির নেতৃত্বে সারা বিশ্বে ভারত অর্জন করেছে।''