ভারত-EU মুক্ত বাণিজ্য চুক্তি: অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনায় পীযূষ গোয়েল ও EU কমিশনার

কোন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনায় পীযূষ গোয়েল ও EU কমিশনার ?

author-image
Debjit Biswas
New Update
piyush goyalq2.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে প্রস্তাবিত উচ্চাকাঙ্ক্ষী মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করার লক্ষ্যে আজ দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলো। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ (Maros Sefcovic) এই বৈঠকে নেতৃত্ব দেন।

সরকারি সূত্রে জানা গেছে, এই বৈঠকে চুক্তি সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে, তা নিয়ে নিবিড় আলোচনা হয়। দুই পক্ষই বছরের শেষ নাগাদ চুক্তিটি চূড়ান্ত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

GAMES-COMMONWEALTH-INDIA-0_1756300636110_1756300644238-ezgif.com-avif-to-jpg-converter

মূল অমীমাংসিত বিষয়গুলির মধ্যে রয়েছে:

অটোমোবাইল ও ইস্পাত: ইস্পাত এবং বিলাসবহুল গাড়ির বাজারে প্রবেশাধিকার এবং শুল্ক সংক্রান্ত বিষয়।

পরিষেবা ও বিনিয়োগ: পরিষেবা খাতে বাজার অগ্রাধিকার এবং বিনিয়োগ সুরক্ষা সংক্রান্ত চুক্তি।

নিয়ন্ত্রক ব্যবস্থা: ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (CBAM) এবং অন্যান্য পরিবেশগত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে ভারতের উদ্বেগ।

কৃষি: সংবেদনশীল কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে শুল্ক হ্রাস।