BREAKING: ভারতীয় বাজার বিশ্বের সেরা বিনিয়োগের সুযোগ ! এবার ভারতীয় বাজার নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
piyush goyall.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতীয় বাজার নিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন,''আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ১৪০ কোটি মানুষের ভারতীয় বাজার যেকোনও ক্ষেত্রের যেকোনও সুযোগকে টেক্কা দিতে পারে।ভারতীয় বাজার কেবলমাত্র কেবলমাত্র বৃহৎ আকারেই সীমাবদ্ধ নয়, বরং উদ্ভাবন, প্রযুক্তি গ্রহণ ও দ্রুত অর্থনৈতিক পরিবর্তনের জন্যও অন্যতম উপযোগী।''

piyush goyalq2.jpg