BREAKING: টেক্সটাইল ও চামড়া শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ! বড় দাবি করলেন পীযুষ গোয়েল

কি বললেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ?

author-image
Debjit Biswas
New Update
piyush goyall.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হওয়ার পর, ভারতের জন্য যুক্তরাজ্যে যে বিপুল রপ্তানি সম্ভাবনার দরজা খুলে যাবে, তা ফের একবার তুলে ধরলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, ''এই চুক্তির ফলে বিশেষ করে টেক্সটাইল, চামড়া ও জুতো শিল্পে ভারতের রপ্তানি ব্যাপকভাবে বাড়তে পারে।''

গোয়েল বলেন, “যুক্তরাজ্যের টেক্সটাইল আমদানির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি,আর এক্ষেত্রে শুল্কের হার অনেক সময়ই ১২ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। অথচ এত বড়মাপের বাজারে ভারতের রপ্তানি ছিল মাত্র ১.৭৩ বিলিয়ন ডলার, যা মোট বাজারের মাত্র ৫.৫%। এখন এই শুল্কের হার শূন্য হয়ে যাওয়ায়, টেক্সটাইল শিল্পের সামনে এক বিরাট সুযোগ খুলেছে।”

piyush goyalq1.jpg

এরপর চামড়া ও জুতো শিল্প প্রসঙ্গে তিনি বলেন, “যুক্তরাজ্যে জুতো ও চামড়ার পণ্যের ওপর শুল্কের হার ছিল ১৬% পর্যন্ত। সেখানে ভারতের রপ্তানি ছিল মাত্র ৫০ কোটি ডলার অথচ বাজারের পরিমান ১০ বিলিয়ন দলের। এখন সব ধরনের জুতো ও চামড়ার পণ্যে শূন্য শুল্ক কার্যকর হবে। এতে ভারতের মোচি ও কোলাপুরি চপ্পলের শিল্প বিশেষভাবে লাভবান হবে।”