নিজস্ব সংবাদদাতা : প্রায় ১০০ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) আনতে সক্ষম হয়েছে ভারত, আজ একথা খোদ জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন,''এই বিনিয়োগের সঙ্গেই আমাদের দেশে আসবে উন্নত প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন (R&D), এবং নতুন নতুন উদ্ভাবন। এর ফলে সারা দেশে তৈরি হবে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থান।” এরপর তিনি বলেন,''বিশ্বের শীর্ষ চারটি অ্যাকাউন্টিং সংস্থা,যাদের ‘বিগ ফোর’ বলা হয়,তারা খুব শীঘ্রই ভারতে তাদের কার্যক্রম শুরু করতে চলেছে। প্রতিটি প্রতিষ্ঠান ভারতে এক লক্ষাধিক কর্মী নিয়োগ করবে। তাছাড়া এখন আমরা আমাদের নিজস্ব ‘বিগ ফোর’ তৈরি করারও চেষ্টায় রয়েছি।”
/anm-bengali/media/media_files/6rYsKL7RQxxJ8kE5vTLb.jpg)