তুচ্ছ রাজনীতি! মোদী সরকারের পর্দা ফাঁস মন্ত্রীর

দূষণের পুরু চাদরে আচ্ছাদিত দিল্লি। উত্তর পূর্ব ভারতেও দূষণের মাত্রা বৃদ্ধি ঘটছে। আর এবার কাঠগড়ায় মোদী সরকার।

author-image
Pallabi Sanyal
New Update
ffff

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দূষণ নিয়ে তুচ্ছ রাজনীতি করছে মোদী সরকার! এবার পর্দা ফাঁস দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের। দিল্লির জন্যই উত্তর পূর্ব ভারত দূষণে জর্জরিত বলে যে অভিযোগ করা হচ্ছে তা আসলে কেন্দ্রের চুচ্ছ রাজনীতি বলেই মনে করছে আপ সরকার। সৌরভ ভরদ্বাজ বলেছেন, "দূষণ সমগ্র উত্তর ভারতের একটি সমস্যা৷ দূষণ মোকাবিলায় সমস্ত রাজ্যের সাথে কেন্দ্রীয় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে৷ বলতে গেলে,  দিল্লির মতো একটি ছোট রাজ্য সমগ্র উত্তর ভারতে দূষণ ঘটাচ্ছে! এটা তুচ্ছ রাজনীতি।”

hire