New Update
/anm-bengali/media/media_files/hQFVbVyOa8AJ2w9TtSit.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতেই কমে গেল জ্বালানি তেলের (Fuel Price) দাম। বিশ্ববাজারে দাম খুব বেশি পরিবর্তন না হলেও তেল সংস্থাগুলির প্রকাশ করা পেট্রোল এবং ডিজেলের খুচরো দামে বেশ পরিবর্তন এসেছে। গ্রেটার নয়ডা শহরে প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) ২৪ পয়সা কমেছে। ডিজেলের দাম (Diesel Price) প্রতি লিটারে কমেছে ২১ পয়সা। তবে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us