/anm-bengali/media/media_files/tC4NxWGLLbLIyUG1jcJ1.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লী বিধানসভা নির্বাচনের সাথে সাথেই যে কয়েকটি সিটে উপনির্বাচন হয়েছিল তার মধ্যে অন্যতম একটি সিট হল উত্তর প্রদেশের মিল্কিপুর। ২০২২ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে এই সিটটি প্রায় ১৩ হাজার ভোটে জিতলেও, এইবারের উপনির্বাচনে প্রায় ৬২ হাজার ভোটের নিরিখে হারতে হয় সমাজবাদী পার্টিকে। আর এইবার এই মিল্কিপুর উপনির্বাচনের রেজাল্ট নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন যে '' যারা মৃত মানুষ বা যারা অন্য বিধানসভা থেকে আগত হয়েছেন, তাদের নামের ভোটও ভোটবাক্সে পড়েছে। কিভাবে জাতির ভিত্তিতে অফিসার মোতায়েন করা হয় ? এরা (বিজেপি) একটি সিটে এমনটা করতে পারে তবে ৪০০ সিটে এইভাবে ভোটে জেতা সম্ভব নয়। আমরা ২০২৭ এর জন্য আরও ভালোভাবে প্রস্তুত। ''
#WATCH | Lucknow: On Milkipur by-election results, Samajwadi Party Chief Akhilesh Yadav says, "... The people who have died or have migrated from the constituency, votes were cast in their name also... Will officers be deployed on the basis of their caste? They can do all this in… pic.twitter.com/dzBPgEKRFF
— ANI (@ANI) February 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us