নিজস্ব সংবাদদাতাঃ দফায় দফায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে জলমগ্ন হয়ে পড়েছে মহারাষ্ট্র। জলের তলায় চলে গিয়েছে একের পর এক বাড়ি। এদিকে ভারী বৃষ্টির জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াবতমাল। বহু মানুষ এখানে আটকে পড়েছে। তাঁদের উদ্ধার করতে ময়দানে নামল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। ইয়াবতমালের মহাগাঁওয়ে বন্যায় আটকে পড়া মানুষদের বায়ুসেনার হেলিকপ্টার উদ্ধার করে নিয়ে যাবে বলে খবর। আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার কাজ শুরু হবে। এছাড়া ইয়াবতমাল জেলায় একটি বাড়ির দেয়াল ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এসডিআরএফ পাঁচটি পৃথক স্থানে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ইয়াবতমালের কালেক্টর অমল ইয়েজ।