“বন্যায় মানুষ কান্নায় কাটালেন দশেরা”—আর. অশোক

“বন্যায় বিপর্যস্ত মানুষ চোখের জলে দুর্গাপূজা কাটিয়েছেন”—অভিযোগ কর্নাটকের বিরোধী দলনেতা আর. অশোক।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2



নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিজয়পুরায় এক সভায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক আর. অশোক বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এ বছরের দশেরা ছিল “দুঃখ ও অশ্রুর উৎসব”।

তিনি বলেন, “বন্যায় যাঁরা ঘর হারিয়েছেন, তাঁরা সুখে খাবার খেতে পারেননি—চোখের জলে উৎসব পালন করেছেন। তাঁদের ঘরে জল ভরে গেছে, আর চাষিরা চোখের জলে হাত ধুয়ে আহার করেছেন।”

অশোক অভিযোগ করেন, সরকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, ফলে গ্রামীণ অঞ্চলের হাজারো মানুষ আজও চরম দুর্ভোগে ভুগছেন।