জনগণ বিজেপি সরকারকে বাঁচিয়েছে- মেনে নিলেন অখিলেশ যাদব- দিলেন বড় বার্তাও- কি বললেন?- ভিডিও

কি বললেন অখিলেশ যাদব?

author-image
Aniket
New Update
akhilesh hjy1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপির বিরুদ্ধে বার্তা দিতে গিয়ে জনগণ যে বিজেপি সরকারকে বাঁচিয়েছে তা মেনে নিলেন অখিলেশ যাদব।

akhilesh hjy.jpg

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, "জনগণ কোনো না কোনোভাবে বিজেপি সরকারকে বাঁচিয়েছে, না হলে তারা চলে যেত। আগে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল কিন্তু এখন নেই। এইভাবে যে সরকার চলবে তা নয়, এটা পতনের সরকার। পতন ঘটতে যাওয়া এই সরকারের কাছে আমাদের একটাই আবেদন, কারো প্রতি যেন অবিচার না হয়। বিজেপি চাকরি দেবে না। তারা হেরেছে কারণ তারা চাকরি দেয়নি, এবং মুদ্রাস্ফীতি বেড়েছে"।

 

Adddd