নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে (Manipur) পরিস্থিতি উত্তপ্ত হলেও কেন্দ্র এ ব্যাপারে নীরব রয়েছে বলে দাবি করেছেন বিজেপির (BJP) বরিষ্ঠ নেতারা। মাইসনমার সীমান্তের নিকটবর্তী কাকচিং জেলার সুগনু এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্রাউন্ড জিরোর স্থানীয়দের মতে, কুকি উপজাতিরা মেইতিদের দুটি জঙ্গি সংগঠন আরামবাই তেঙ্গোল এবং মেইতেই লিপুনের সঙ্গে লড়াই করছে। বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে নতুন করে। হিংসার ঘটনা অব্যাহত থাকায় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক লড়াই চাপানউতোর শুরু হয়েছে। নিরীহ বাসিন্দা, বুদ্ধিজীবী এবং স্থানীয়রা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জন্য ধারাবাহিকভাবে অনুরোধ করেছেন।
মণিপুরকে রক্ষা করার জন্য এটাই একমাত্র উপায় বলে অনেকে মনে করছেন। দেশের বাকি অংশে কেন্দ্র বিভিন্ন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলে থাকেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। কিন্তু মণিপুরে কেন তারা এই পদক্ষেপ নিচ্ছেন না? এমনকি ক্ষমতাসীন বিজেপির বেশিরভাগ মন্ত্রী ও নেতারা চান এন বীরেন সিংকে সরকার থেকে সরাতে। মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এমনটাই চাইছে মণিপুরের একটা বড় অংশ।