পানাজিতে শেষ মুহূর্তের কেনাকাটা করতে নেমেছে মানুষের ঢল

উৎসবের মেজাজে সারা ভারত মেতে উঠেছে। রাত পোহালেই পার্বতী পুত্রের আগমন ঘটবে বাড়িতে বাড়িতে। তার আগমনের গোটা ভারত জুড়ে মানুষের ঘরে ঘরে খুশির জোয়ার নেমেছে।

author-image
Adrita
18 Sep 2023
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গোয়াতে গণেশ চতুর্থীর উৎসব উদযাপনের জন্য আর মাত্র একটি দিন বাকি রয়েছে। সর্বস্তরের মানুষ উৎসবের জন্য শেষ মুহূর্তের কেনাকাটা করতে পানাজির রাস্তায় রাস্তায় ভিড় করছেন৷ আগামীকাল, ১৯ সেপ্টেম্বর সমগ্র গোয়া জুড়ে গণেশ চতুর্থী উদযাপিত হবে। বিক্রেতারা সুপারি, স্থানীয় সাইট্রাস ফল, নারিকেল ও তাজা ফুল, ধূপ ও মিষ্টির মতো 'মাতলি' সামগ্রী বিক্রিতে ব্যস্ত বলে এক দোকানদার সাংবাদিকদের জানিয়েছেন। ক্রেতারা বাজারে আসছে আরও নানা সামগ্রী কিনতে। সারা পানাজি শহর 'গণপতি বাপ্পা'কে স্বাগত জানাতে উদ্যত হয়েছে।  

মাতলী বাজার ছাড়াও সাজসজ্জার স্টলও রয়েছে। যেগুলিতে জিনিসপত্র এবং আতশবাজি নির্দিষ্ট এলাকায় বিক্রি করা হয়।