উপকৃত প্রায় ২৪ লক্ষ গৃহস্থালী

দেশের বহু জায়গায় এখনও রয়েছে জল সমস্যা। সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছে সরকার। বহু মানুষ উপকৃত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

author-image
Pritam Santra
New Update
water mission

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের গ্রামাঞ্চলে বিনামূল্যে গৃহস্থালী নল সংযোগ দেওয়ার কাজ দ্রুত গতিতে করা হচ্ছে। রাজ্যে জল জীবন মিশনের আওতায়, বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পরিচালিত প্রচারাভিযানের আওতায় এখনও পর্যন্ত ২৩ লক্ষ ৮৪ হাজার ৫৯০ টি গৃহস্থালী নল সংযোগ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাজ্যের ৪৩ হাজার ৯৭১টি স্কুল, ৪১ হাজার ৬৯৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ১৭ হাজার ২৯০টি গ্রাম পঞ্চায়েত ভবন ও কমিউনিটি উপস্বাস্থ্য কেন্দ্রে নলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলা ২ লক্ষ ৯ হাজার ৪৯৪ টি গ্রামীণ পরিবারকে গৃহস্থালির নল সংযোগ দেওয়ার ক্ষেত্রে প্রথম। একইভাবে রাজনন্দগাঁও জেলা ১ লাখ ৬৮ হাজার ১২৮টি এবং রায়গড় জেলা ১ লাখ ৩৭ হাজার ১৮টি পরিবারকে গৃহস্থালী নল সংযোগ প্রদানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।