নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল পেনশন স্কিমের মধ্যে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার ভালো খবর। NPS-এ অন্তর্ভুক্ত কর্মীরা বেতনের ৫০% পেনশন হিসাবে পাবেন। অর্থাৎ আপনি যদি ৫০ হাজার টাকা মাসে বেতন নিয়ে চাকরি থেকে অবসর নেন তাহলে প্রতি মাসে ২৫ হাজার টাকা পেনশন হিসাবে পেয়ে যাবেন।
/anm-bengali/media/media_files/AdY8c9yF0C2BE7Wd7sGa.jpg)
পুরানো পেনশন স্কিম আবার বহাল নাও হতে পারে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)