Loksabha Election: পরিচয় রক্ষার লড়াই! বড় বার্তা মেহবুবা মুফতির

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। ভোটের মুখে বড় বার্তা জানালেন পিডিপি সভাপতি মেহবুবা মুফতি।

author-image
Probha Rani Das
New Update
Mehbooba-1

নিজস্ব সংবাদদাতাঃজম্মু ও কাশ্মীরে পিডিপি সভাপতি তথা অনন্তনাগ-রাজৌরি থেকে লোকসভা প্রার্থী মেহবুবা মুফতি বলেন, “আজকের নির্বাচন বিদ্যুৎ, জল বা সড়কের নির্বাচন নয়, এই নির্বাচন জম্মু ও কাশ্মীরের পরিচয়ে আক্রমণের নির্বাচন২০১৯ এর পর যুবকদের কর্মসংস্থান, আমাদের জমি, বিদ্যুৎ প্রকল্প আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং আমাদের বন্ডেড লেবার বানানোর চেষ্টা করা হচ্ছে।” 

mehbooba muftit1.jpg

Add 1