বিহারের জনগণ ক্ষমা করবে না ! এবার প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন পবন খেরা

কি বললেন পবন খেরা ?

author-image
Debjit Biswas
New Update
pawan khera (1)

নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের পর রাজ্যে পরিবর্তনের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা  একটি মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera)। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিহারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে তিনি বলেন, রাজ্যের জনগণ এই মন্তব্যের জন্য বিজেপি-কে শাস্তি দেবেই।

তিনি বলেন,''৬ তারিখে বিহার রাজনৈতিক পরিবর্তনের দিকে তার প্রথম পদক্ষেপ নিয়েছে এবং ১১ নভেম্বর (দ্বিতীয় দফার ভোট) নিজের দ্বিতীয় পদক্ষেপ নেবে। এবারে বিহারে পরিবর্তন নিশ্চিত।"

Narendra Modi

সম্প্রতি বিহারে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বিহারে "বন্দুকের ফ্যাশন" (fashion of guns) রয়েছে। এই মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন,''প্রধানমন্ত্রী যে ধরনের ভাষা ব্যবহার করেছেন তা দুঃখজনক। তিনি এই কথা বলে বিহারকে কলঙ্কিত করেছেন যে এখানে বন্দুকের ফ্যাশন চলে। এই কথার জন্য বিহার তাঁকে ক্ষমা করবে না। ১১ তারিখে বিহার তাঁকে শাস্তি দিতে চলেছে।"