New Update
/anm-bengali/media/media_files/F0O4xhkvwLiCxBHovc11.webp)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার কেন্দ্রের শাসকদল বিজেপিকে দুষলেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন,''সংসদ যাতে মসৃণভাবে চলে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাতে আলোচনা হয় তা নিশ্চিত করা শাসক দলের দায়িত্ব। কিন্তু আসল সত্য হলো, তারা এটি করতেই চায় না।" খেরা আরও বলেন যে,''শাসক দলের এই মনোভাব গণতন্ত্রের জন্য ক্ষতিকর।'' তার মতে, সংসদীয় আলোচনা গণতন্ত্রের মূল ভিত্তি এবং এর অভাব দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করে দেবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/iP0gPldKauMl9M64fYrJ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us