BREAKING : পাকিস্তানকে ভালোবাসলে ভারত ছেড়ে সেখানে চলে যান ! এবার গর্জে উঠলেন পবন কল্যাণ

কি বললেন পবন কল্যাণ ?

author-image
Debjit Biswas
New Update
Pawan Kalyanq1.jpg

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলা প্রসঙ্গে এবার গর্জে উঠলেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তিনি বলেন,''কয়েকজন ব্যক্তি ভারতে থেকেও পাকিস্তানের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করছেন। যদি তারা সত্যিই পাকিস্তানকে এত ভালোবাসেন, তাহলে ভারত ছেড়ে ওখানেই চলে যান।''

Pawan Kalyanq2.jpg

এরপর তিনি বলেন,''ভারতের ওপর হামলার পর যদি কেউ ধর্মনিরপেক্ষতার নামে পাকিস্তানকে সমর্থন করে, তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না।''