হায়দরাবাদে ‘ওজি’ সিনেমার প্রিমিয়ারে পবন কল্যাণ ভক্তদের ভিড়

হায়দরাবাদে ‘ওজি’ সিনেমার প্রিমিয়ারে পবন কল্যাণ ভক্তদের উল্ল্যাস।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-24 10.43.41 PM

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার হায়দরাবাদে প্রাসাদস আইম্যাক্সে অনুষ্ঠিত হলো অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পवन কল্যাণ অভিনীত ‘ওজি’ সিনেমার প্রিমিয়ার শো।

প্রিমিয়ার উপলক্ষে হলে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন। সিনেমা শুরু হওয়ার আগে থেকেই ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে প্রাসাদস আইম্যাক্স চত্বর। পওন কল্যাণের রাজনৈতিক ও অভিনয় জীবনের জনপ্রিয়তা মিলিয়ে এই ছবির মুক্তিকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।