নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “বিজেপি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। সিএএ-র সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চান না বাংলাদেশ থেকে নির্যাতিত হিন্দুরা এ দেশে আসন পাক? তিনি কি শুধু রোহিঙ্গাদের রক্ষা করতে চান, নাকি সন্দেশখালির শাহজাহান শেখের মতো জনগণকে রক্ষা করতে চান? পশ্চিমবঙ্গে তৃণমূলকে বাজেভাবে হারাবে বিজেপি এবং রাজ্যের ফলাফল হবে চমকপ্রদ।”
/anm-bengali/media/media_files/gSf9Yb7Pyv01uuuP3eNY.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)