নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রাঁচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমান (6E5024) মূলত রবিবার রাত ৮ টা ৪০ মিনিটে ছাড়ে। সূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় তিন ঘন্টা দেরিতে চলেছে বিমানটি। বিলম্বের সময় যাত্রীদের দুই ঘণ্টা বিমানে বসে থাকতে বলা হয় এবং রবিবার রাত ১১টা ২০ মিনিটে তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়।
/anm-bengali/media/media_files/A2846h0u7LEIhsRUSx8d.jpg)