রেল দুর্ঘটনাঃ 'চোখ খুলতেই দেখি কারুর হাত নেই, কারুর পা নেই'

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল।

New Update
ম্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ ২৭ ঘণ্টার রাস্তা। দুপুর ৩:১৫ তে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস। তাই ট্রেন ছাড়তেই একটু ঘুমানোর চেষ্টা করেছিলেন তিনি। হঠাৎ ১০-১৫ জন যাত্রী এসে পড়ল তাঁর গায়ের উপর। সঙ্গে সঙ্গে ভেঙে গেল ঘুম। হাহাকার গোটা ট্রেন জুড়ে। বিশৃঙ্খল পরিস্থিতি করমণ্ডল এক্সপ্রেসের মধ্যে। কোন রকমে ট্রেনের বগি থেকে বেরিয়ে তিনি দেখেন, কারুর হাত নেই, কারুর পা নেই, কারুর মুখ থেঁতলে গিয়েছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরে সাংঘাতিক অভিজ্ঞতার কথা জানালেন যাত্রী। দুর্ঘটনায় নিজেও চোট পেয়েছেন তিনি।