‘কেজরিওয়াল নিজেই এই পরিস্থিতি তৈরি করেছেন’, জানালেন দলীয় নেত্রী

এই মুহুর্তে ক্ষোভের আঁচে পুড়ছে আম আদমি পার্টির নেতা-নেত্রীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল রাতে বাসভবন থেকেই গ্রেফতার করে ইডি। সমর্থকদের বিক্ষোভকে সরিয়েই তাঁদের চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় আপ প্রধানকে। এই মুহুর্তে ক্ষোভের আঁচে পুড়ছে আম আদমি পার্টির নেতা-নেত্রীরা। তবে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিরোধী দল বিজেপি।

kejrip

ইডি দ্বারা গ্রেপ্তারের বিষয়ে, বিজেপি নেতা বাঁসুরি স্বরাজ এদিন বলেন, “ইডি অরবিন্দ কেজরিওয়ালকে এসে তদন্তে সহযোগিতা করতে বলেছিল৷ কিন্তু তিনি অজুহাত দেখিয়ে ১০ দিনের বিপাসনা কর্মশালায় গিয়ে ছিলেন৷ অরবিন্দ কেজরিওয়াল নিজেই এই পরিস্থিতি তৈরি করেছেন এবং এই সমস্ত কিছুর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই”।

BANSURI KEJRI.jpg

Add 1

cityaddnew

স