New Update
/anm-bengali/media/media_files/AgUB763eTAzQ81Qqg3ex.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃউত্তর ভারতে ভারী বর্ষণ অব্যাহত। ভারী বর্ষণের ফলে বিপর্যস্ত উত্তর ভারতের জনজীবন। কয়েকদিন ধরে তীব্র বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের একাধিক জায়গায়। তীব্র বৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর হল। মঙ্গলবার সকালে জানা গিয়েছে, হরিয়ানায় ভারী বৃষ্টিপাতের ফলে সড়ক ধসে পড়েছে। হরিয়ানার পঞ্চকুলায় ভারী বৃষ্টির কারণে ফ্লাইওভারের একটি অংশ ধসে গেছে। এছাড়া রাস্তার অনেক জায়গায় ফাটলও দেখা গেছে। এর ফলে যান চলাচল ব্যহত হয়েছে। দেখুন ঘটনাস্থলের ভিডিও-
#WATCH | Haryana: A portion of a flyover in Panchkula washed away due to heavy rainfall in the city. Cracks were also seen at many places on the road. pic.twitter.com/LXiL3YH93c
— ANI (@ANI) July 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us