New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল ১১টায় সংসদ ভবন অ্যানেক্সে অনুষ্ঠিত হতে চলেছে আর্থিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বিশেষ বৈঠক। এই বৈঠকে ‘দেউলিয়া ও ঋণদাতাদের আইনের কার্যকারিতা পর্যালোচনা ও উদ্ভূত সমস্যা’-র বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের প্রতিনিধিদের মৌখিক বক্তব্য রেকর্ড করা হবে। এছাড়া, ‘ভারতের পরিবর্তনশীল অর্থনীতিতে রিজার্ভ ব্যাঙ্কের বিবর্তিত ভূমিকা’ বিষয়ে সংসদীয় কমিটিকে ব্রিফ করবেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন বিজেপি সাংসদ ভরতরুহরি মাহতাব।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/26/ypTOeqH1sw6n44iqxg1h.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us