আজ জন্মদিনের দিনেই দেশবাসীকে বড় স্কিম 'উপহার' মোদীর

'বিশ্বকর্মা যোজনা' নিয়ে বড় মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
modi sanatan.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার আর কিছুক্ষণের মধ্যেই 'পিএম বিশ্বকর্মা যোজনা'-র উদ্বোধন করতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই নিয়ে বড় মন্তব্য করলেন সংসদবিষয়কমন্ত্রীপ্রহ্লাদজোশী। তিনিবলেছেন, 'আমিপ্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীকেতাঁরজন্মদিনেশুভেচ্ছাজানাতেচাইএবংতাঁরদীর্ঘায়ুকামনাকরতেচাই। 'বিশ্বকর্মা'নামেপ্রধানমন্ত্রীমোদী 'বিশ্বকর্মাযোজনা' নামেএকটিবিশালপ্রকল্পচালুকরছেন।আমরাসবাইকেএইঅনুষ্ঠানেউপস্থিতথাকারজন্যজানিয়েছিলাম। বিরোধীদেরসরকারকেদোষারোপকরারঅভ্যাসরয়েছে।' 

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় যাঁরা উপকৃত হবেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজমিস্ত্রি, নাপিত, মালাকার, ওয়াশারম্যান, দর্জি, লক মেকার, পাথরের খোদাই, কামার, স্বর্ণকার, পাথর ব্রেকার, মুচি/জুতো প্রস্তুতকারক, পুতুল ও খেলনা প্রস্তুতকারক, নৌকা প্রস্তুতকারক, মাছ ধরার জাল প্রস্তুতকারক, ঝুড়ি/ম্যাট/ঝাড়ু প্রস্তুতকারক, হাতুড়ি ও টুলকিট প্রস্তুতকারক।

এক বিশেষ ট্রেনিং-এর আওতায় সকলকে প্রতিদিন ৫০০টাকা করে ভাতা, জিনিসপত্র কেনার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের দেওয়া হবে পরিচয় পত্রও।