/anm-bengali/media/media_files/vLinYGuwJSZt6gIQCkpn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার আর কিছুক্ষণের মধ্যেই 'পিএম বিশ্বকর্মা যোজনা'-র উদ্বোধন করতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই নিয়ে বড় মন্তব্য করলেন সংসদবিষয়কমন্ত্রীপ্রহ্লাদজোশী। তিনিবলেছেন, 'আমিপ্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীকেতাঁরজন্মদিনেশুভেচ্ছাজানাতেচাইএবংতাঁরদীর্ঘায়ুকামনাকরতেচাই। 'বিশ্বকর্মা'রনামেপ্রধানমন্ত্রীমোদী 'বিশ্বকর্মাযোজনা' নামেএকটিবিশালপ্রকল্পচালুকরছেন।আমরাসবাইকেএইঅনুষ্ঠানেউপস্থিতথাকারজন্যজানিয়েছিলাম। বিরোধীদেরসরকারকেদোষারোপকরারঅভ্যাসরয়েছে।'
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় যাঁরা উপকৃত হবেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজমিস্ত্রি, নাপিত, মালাকার, ওয়াশারম্যান, দর্জি, লক মেকার, পাথরের খোদাই, কামার, স্বর্ণকার, পাথর ব্রেকার, মুচি/জুতো প্রস্তুতকারক, পুতুল ও খেলনা প্রস্তুতকারক, নৌকা প্রস্তুতকারক, মাছ ধরার জাল প্রস্তুতকারক, ঝুড়ি/ম্যাট/ঝাড়ু প্রস্তুতকারক, হাতুড়ি ও টুলকিট প্রস্তুতকারক।
এক বিশেষ ট্রেনিং-এর আওতায় সকলকে প্রতিদিন ৫০০টাকা করে ভাতা, জিনিসপত্র কেনার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের দেওয়া হবে পরিচয় পত্রও।
#WATCH | Parliamentary Affairs Minister Pralhad Joshi says "I want to extend my wishes to Prime Minister Modi on his birthday and pray for his long life...In the name of 'Vishwakarma', PM Modi is launching a huge scheme 'Vishwakarma Yojana'...We had informed everyone to attend… pic.twitter.com/IGN49mlHXl
— ANI (@ANI) September 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us