/anm-bengali/media/media_files/FfswkyohRay4QYyvwxKK.jpg)
নিজস্ব সংবাদদাতা: সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সংসদের বাইরে রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়কে অঙ্গভঙ্গি করে নকল করা নিয়ে তুমুল কটাক্ষ করলেন। তিনি বলেন, 'গভীর কষ্ট এবং ক্ষোভ নিয়ে আমি সংসদ চত্বরে কিছু বলিষ্ঠ নেতাদের ব্যবহারের বিরোধিতা করছি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার অধ্যক্ষ এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করেছেন এবং কংগ্রেস দলের নেতা যিনি নিজে কংগ্রেসের সভাপতি তিনি তাঁকে উৎসাহ জোগা ছিলেন। শুরু থেকে কংগ্রেস আমাদের সভাপতি কে নানাভাবে অপমান করছে যিনি আদিবাসী সম্প্রদায়ের। আমি কল্যান বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর এই ভাবধারার বিরোধিতা করছি। আপনাদের উচিত (বিরোধী নেতা) ভবনে এসে ক্ষমা চাওয়া সেই নেতাদের হয়ে'।
#WATCH | Parliamentary Affairs Minister Pralhad Joshi says, "With pain and agony I stand here to condemn the incident of some of the senior leaders' behaviour in the premises of the Parliament. TMC MP Kalyan Banerjee was indulged in the mimicry of Rajya Sabha Chairman and Vice… https://t.co/g3SZZ9gNX2pic.twitter.com/xU72kynC1T
— ANI (@ANI) December 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us