অপারেশন সিঁদুর: সব দল থেকে ৭জন প্রতিনিধি! নাম পোস্ট করলেন মোদীর মন্ত্রী

কি কাজ এই প্রতিনিধিদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
kiren rijijukl.jpg

নিজস্ব সংবাদদাতা: সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি লেখেন, "অপারেশন সিঁদুরের অধীনে ৭টি সর্বদলীয় প্রতিনিধিদল শীঘ্রই গুরুত্বপূর্ণ দেশগুলির সাথে যোগাযোগ করবে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত সংকল্পের প্রতিফলন ঘটাবে। এই ঐক্যফ্রন্টের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য এবং প্রতিনিধিদলের তালিকা এখানে"। তালিকাও দিয়েছেন তিনি। 

OPERATION_SINDOOR_17