New Update
/anm-bengali/media/media_files/G6ss8Lw8wK4V3bS7w1SQ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃসংসদের নিরাপত্তা লঙ্ঘনের দৃশ্যকে পুনরায় তৈরি করতে দিল্লি পুলিশের বিশেষ সেল তৎপর হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে , দৃশ্য পুনরায় তৈরি করতে অভিযুক্তদের ফের সংসদে নিয়ে যাওয়া হবে। অভিযুক্তরা কীভাবে কালার স্প্রে নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিল এবং কীভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল তা জানতে পুলিশ তাদেরই সহায়তা নেবে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, স্পেশাল সেল অভিযুক্তদের সংসদ চত্বরের গেট থেকে ভবনের ভিতরে নিয়ে যাওয়ার দৃশ্যটি পুনরায় গঠন করবে। এই ঘটনাটি অত্যন্ত জটিল। সংসদের কার্যক্রম চলাকালীন কীভাবে এটি সম্ভব হল তা খতিয়ে দেখতেই দিল্লি পুলিশের এক স্পেশাল টিম তৈরি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us