BREAKING: অপারেশন সিঁদুরের অন্যতম রূপকার ! এবার 'র'-এর প্রধান হচ্ছেন আইপিএস পরাগ জৈন

কে এই পরাগ জৈন ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ‘অপারেশন সিঁদুর’-এর সুচারু পরিকল্পনার অন্যতম রূপকার,আইপিএস পরাগ জৈনকে,ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (R&AW)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। আজ শনিবার জারি হওয়া একটি সরকারি আদেশে এই তথ্য জানানো হয়েছে।

১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার পরাগ জৈনের দুই বছরের মেয়াদ আগামী ১ জুলাই থেকে শুরু হবে। বর্তমান প্রধান রবী সিনহা ৩০ জুন অবসর নেবেন।

oparetion sindoor

এই সরকারি আদেশে বলা হয়েছে—

“মন্ত্রিসভার নিয়োগ কমিটি আইপিএস শ্রী পরাগ জৈন-কে ক্যাবিনেট সচিবালয়ের অধীনে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (R&AW)-এর সেক্রেটারি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অথবা পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই পদে বহাল থাকবেন। …”