১০০ ঘণ্টা পার, এবার জঙ্গিদের খুঁজবে প্যারা কমান্ডো, গুলির লড়াই জারি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ের পঞ্চম দিন পর্যন্ত চলছে, প্যারা কমান্ডো সহ হাজার হাজার সেনা জঙ্গলেও অভিযানে নেমেছে।

author-image
SWETA MITRA
New Update
kokerba.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিগত কিছু সময় ধরে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর (J&K) উপত্যকা। ইতিমধ্যেই টানা এনকাউন্টারে ৪ জঙ্গি নিকেশ হয়েছে। যদিও সেনাবাহিনীর অনুমান, আরও অনেক জঙ্গি গা ঢাকা দিয়েছে রয়েছে কাশ্মীরে। সেনার নজরে রয়েছে কোকেরনাগের জঙ্গল। সেখানে ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। এরই মাঝে  ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদেরখোঁজেনামলপ্যারাকমান্ডো।