নেহেরুকে চিঠিতে ঘৃণা নয়, আসল সনাতন সংস্কৃতির কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ! ইতিহাস না জানার অভিযোগ তুললেন পাপ্পু যাদব

কি অভিযোগ তুললেন পাপ্পু যাদব ?

author-image
Debjit Biswas
New Update
pappu

নিজস্ব সংবাদদাতা : সংসদে 'বন্দে মাতরম' এবং জাতীয়তাবাদ নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব রবীন্দ্রনাথ ঠাকুর ও জওহরলাল নেহরুর মধ্যে এক ঐতিহাসিক পত্রালাপের প্রসঙ্গ টেনেছেন। তিনি অভিযোগ করেছেন, যারা এই বিতর্ক তৈরি করছেন, তাদের দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা নেই।

পাপ্পু যাদব দাবি করেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর একসময় জওহরলাল নেহরুকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি জাতির মর্যাদা ও সম্মান নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। এই চিঠিতেই দেশের প্রকৃত সংস্কৃতি ও মূল্যবোধের কথা বলা হয়েছিল।

modi

তিনি বলেন,"বিজেপি ইতিহাসই জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির উদ্ধৃতি দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নেহরু জি-কে একটি চিঠি লিখেছিলেন, যেখানে জাতির মর্যাদা ও সম্মান নিয়ে আলোচনা করা হয়েছিল। তিনি বলেছিলেন, কী করলে ঘৃণার সৃষ্টি হবে না এবং ভারতের আসল সংস্কৃতি কী—সনাতন ধর্ম।"