ইডি, সিবিআইয়ের অপব্যবহার! অধিকাংশ ইলেক্টোরাল বন্ড বিজেপির! ফাঁস করে দিলেন এই সাংসদ

খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিশেষ মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update
jairam rameshh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে রয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “আমি এটি (নির্বাচনী বন্ড) নিয়ে একটি বিশ্লেষণ করেছিবিশ্লেষণে দেখা যায়, কীভাবে নির্বাচনী বন্ডের অপব্যবহার করা হয়েছে। ৬০ শতাংশ ইলেক্টোরাল বন্ড গিয়েছে বিজেপির হাতে। আমি বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছি কীভাবে ইডি, সিবিআই এবং আয়করেরও অপব্যবহার করা হয়েছে।” 

jaa drmm.jpg