পাকিস্তানের নেতা রাহুল গান্ধী! এই মুহূর্তের বড় ভিডিও

রাহুল গান্ধীকে নিয়ে কি বলা হল?

author-image
Aniket
New Update
rahulsad jk.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীকে এবার চরমতম নিশানা করলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। তিনি রাহুল গান্ধীকে পাকিস্তানের নেতা বলে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন, রাহুল গান্ধী মনে করেন এলওপি মানে, 'লিডার অফ পাকিস্তান'।

 তিনি বলেছেন, "রাহুল গান্ধী বলছেন যে ভারত ও পাকিস্তানকে হাইফেন করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো কংগ্রেস ও পাকিস্তানকে হাইফেন করা হয়েছে। কংগ্রেস ক্রমাগত পাকিস্তানের ডিজি আইএসপিআর-এর ভাষায় কথা বলে আসছে। আজ, যখন পাকিস্তানের সংসদ সদস্যসহ গোটা বিশ্ব একমত যে অপারেশন সিন্দুর কতটা সফল হয়েছিল, তার পরেও কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলে। রাহুল গান্ধী মনে করেন যে 'এলওপি' মানে 'লিডার অফ পাকিস্তান'।" বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালার এই বড় বক্তব্যের ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-